নড়াইল প্রতিনিধি : জেলা আওয়ামীলীগের সম্মেলন। সম্মেলন সফল করার লক্ষে মাননীয় (এমপি-১) কবিরুল হক মুক্তি, নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু মঞ্চ পরিদর্শন করছেন। আমাদের নড়াইল প্রতিনিধি জানান, সোমবার ৩রা ডিসেম্বর নড়াইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন। নড়াইল শহরের কড়িগ্রাম সুলতান মঞ্চ চত্বরে জেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য পীযুশ কান্তি ভট্টাচার্য। সম্মেলন সফল করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলনকে ঘিরে জেলার দলীয় নেতা-কর্মীদের মধ্যে অন্য রকম উৎসাহ উদ্দিপনা কাজ করছে। কেন্দ্রিয় সম্মেলনের আগেই নড়াইল জেলা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। সে কারণে সভাপতি-সাধারণ সম্পাকের পদ পেতে তৎপর হয়ে উঠেছেন সম্ভাব্য প্রার্থীরা। দলীয় সমর্থকদের নিজের পক্ষে ভেড়াতে প্রার্থীদের সরব পদচারনায় মুখরিত হয়ে উঠেছে গোটা জেলা। সম্মেলনকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মিদের কদর বেড়ে গেছে। সেই সাথে দলের সাধারণ নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে অন্যরকম উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। কেন্দ্রিয় ও স্থানীয় নেতা-কর্মীদের দৃষ্টি আকর্ষন করতে সভাপতি ও সম্পাদক র্প্রার্থীরা শহরের প্রতিটি সড়কে নির্মাণ করেছেন সুদর্শণ তোরণ। টানিয়েছেন ব্যানার ফেস্টুন। দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে পোষ্টার। দলীয় স‚ত্রে জানাগেছে, ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারী সুলতান মঞ্চেই নড়াইল জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস কে দ্বিতীয়বারের মত সভাপতি ঘোষনা করা হয়। সাধারণ সম্পাদক পদে নিজাম উদ্দিন খান নিলু’র নাম ঘোষনা করা হয়।কিন্তু এবার নড়াইল জেলা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে চলছে অন্য রকম হিসাব নিকাশ। চলছে আলোচনা-সমালোচনা। কে হচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ? জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস কি তৃতীয় বারের মত সভাপতি হিসেবে হ্যাট্টিক করছেন ? না-কি সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুকে স্বপদে বহাল রেখে অন্য কাউকে সভাপতির দ্বায়িত্ব দেয়া হচ্ছে। না-কি বর্তমান কমিটিই বহাল থাকবে ? এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষন। সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন-জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সহ-সভাপতি এ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, সহ-সভাপতি মোল্যা ইমদাদুল হক, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম নবী, সাবেক জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তী ও জেলা আওয়ামী লীগ নেতা জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস। সাধারণ সম্পাদক পদে যারা নিজেদের প্রার্থীতার কথা প্রকাশ করেছেন, তারা হলেন বর্তমান সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু,জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক মোঃ হাসানুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জাহাঙ্গীর বিশ^াস, আ’লীগ নেতা রাশিদুল বাশার ডলার ও সাবেক ছাত্রলীগ নেতা এ্যাডভোকেট কাজী বশিরুল হক। স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মী ক্ষোভের সাথে জানান, নড়াইলের কিছু নেতা আছে,যাদের সারা বছর পাওয়া যায় না। দলীয় কর্মস‚চীতে ডাকলেও আসেন না। কিন্তু সম্মেলনের কথা শুনলে, কমিটি করার কথা শুনলে তাদের মাথায় কাজ করে না। দলীয় পদ পেতে সব ধরনের তৎপরতা চালান। যে কোন ছোট কাজ করতেও তাদের বিবেকে বাঁধে না। তৃণম‚লের ভোট ও মনোনয়ন ছাড়াই কেন্দ্রিয় নির্দেশে কমিটি ঘোষনা করা হবে, এমন সিদ্ধান্তের কথা জেনে কতিপয় নেতা ঢাকায় গিয়ে উঠেছেন। জনবিচ্ছিন্ন ওইসব নেতারা লবিং গ্রুপিং সহ জোর তৎপরতা চালাচ্ছেন পদ পেতে। একই সাথে দলের ত্যাগী নেতাদের বিরূদ্ধে অপপ্রচারে লিপ্ত আছেন। এরা দলের জন্য জামায়াত-বিএনপি থেকেও ভয়ংকর। এদের কাজ দল হতে সুবিধা নেয়া। দলের পদ ভাঙ্গিয়ে টাকা কামাই করা। এসব নেতাদের কাউকে পদে দিলে দল চরমভাবে ক্ষতিগ্রস্থ হবে বলে মন্তব্য করেন। জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবীর সিকদার ক্ষোভের সাথে বলেন, তিনি বিগত কমিটি’র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৫ সালের কাউন্সিলে তিনি সাধারণ সম্পাদক প্রার্থী হন। অথচ তিনি জেলা আ’লীগের একজন সদস্য হতে পারেননি। যারা কমিটি’র নেতৃত্বে আসেন তারা দলের জন্য বিশেষ কোন ভ‚মিকা রাখতে পারেননি। তবে নিজেদের স্বার্থ সুবিধার জন্য যা যা করার দরকার তাই তাই করেছেন। সে কারণে আগামী ৩ ডিসেম্বর জেলা আ’লীগের সম্মেলনে তৃণম‚ল নেতা-কর্মীদের ম‚ল্যায়ন করে প্রার্থীদের বায়োডাটা দেখে এবং অতীত ইতিহাস জেনে পদ দিলে দল শক্তিশালী হবে। বিগত দিনে যারা দ্বায়িত্ব পেয়েছেন, তারা দলের চেয়ে নিজের স্বার্থ বড় করে দেখেছেন। এতে দল ক্ষতিগ্রস্থ হয়েছে। দলের মধ্যে গ্রুপিং, অভ্যন্তরীন কোন্দল বেড়েছে। ভিন্নমত পোষন করে জেলা আ’লীগের নেতা হাফিজ খান মিলন বলেন, বর্তমান জেলা আ’লীগের কমিটি ইতোপ‚র্বের সকল কমিটি হতে বেশি শক্তিশালী ও কার্যকর। এ কমিটি গঠনের পর দলের অভ্যন্তরীন কোন্দল অনেক কমেছে। সবাইকে এক প্লাটফরমে এনে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন বর্তমান নেতৃবৃন্দ। দলের মধ্যে শৃংখলা ফিরে এসেছে। জেলা আ’লীগ নেতা সালাহ উদ্দিন বশির ও অহিদুজ্জামান অহিদ চলমান এ কমিটির ভ‚য়সী প্রশংসা করে এ কমিটিকে বহাল রাখার দাবি জানিয়ে বলেন, বর্তমান কমিটি অতীতের সকল কমিটি অপক্ষো বেশি কার্যকর। অত্যন্ত দক্ষতার সাথে দল পরিচালনা করেছে। নেতা-কর্মীদের পাশে থেকে সততার সাথে কাজ করেছে। তাদের সফল নেতৃত্বের কারনে ইউপি নির্বাচনে জেলার অধিকাংশ ইউনিয়নে আ’লীগ প্রার্থী বিজয়ী হয়েছে। তৃণম‚ল পর্যায়ে দল শক্তিশালী হয়েছে। আগামী জেলা কমিটিতে দলের সৎ ও ত্যাগি নেতাদের দিয়ে কমিটি করার দাবি জানিয়ে জেলা আ’লীগ নেতা আবু হেনা মোস্তফা কামাল স্বপন বলেন,অনেক নেতা অবম‚ল্যায়নের কারনে নেতৃত্ব থেকে দ‚রে আছেন। তাদের মনে অনেক দুঃখ,ব্যথা ক্ষোভ আছে। তাদেরকে যোগ্যতা অনুযায়ী পদে দিলে জেলা কমিটি বেশি কার্যকর হবে। আর এ কাজ করতে হলে অবশ্যই কর্মী বান্ধব নেতাদের জেলার সভাপতি ও সম্পাদক করতে হবে। অনুসন্ধানে জানা গেছে,কাউন্সিলরদের ভোটে নেতা নির্বাচন হবে না। তাই পদ প্রত্যাশীদের কাছে কাউন্সিলর এবং নেতা-কর্মী কদর একটু কম। পদপ্রার্থীরা পদ পেতে কেন্দ্রিয় নেতাদের পিছনেই বেশি ছুটছেন বলে জানান স্থাণীয় দলীয় কর্মীরা। জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস বলেন, তিনি দলীয় নেতা-কর্মীদের সমর্থন পেয়ে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। দলের একজন ত্যাগি নেতা হিসেবে তিনি মনে করেন তাকে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক করা হবে। তবে দল যাকেই নেতৃত্ব দিবে তিনি তাকে মেনে নিবেন বলে জানান। জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক মোঃ হাসানুজ্জামান বলেন, গত সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। পদ না পেলেও তিনি দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি আশাবাদি দল সঠিক ম‚ল্যায়ন করে তাকে এবার সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব দিবে। জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু বলেন, বিগত সকল সময়ের চেয়ে তিনি সফল ভাবে জেলা আওয়ামী লীগ পরিচালিত করেছেন দলের নেতা-কর্মীদের নিয়ে। দলের প্রতিটি কর্মস‚চী সফল ভাবে বাস্তবায়ন করেছেন। নিজের দ্বায়িত্ব পালনে কোন অবহলো করেননি। তিনি ইতোপ‚র্বে ছাত্র ও যুবলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি’র দ্বায়িত্ব পালন করেছেন সফলতার সাথে। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দ্বায়িত্ব পালন করেছেন। এরপর জেলা আ’লীগের সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করছেন। কোন দিন দলীয় সিদ্ধান্তের বাইরে যাননি। নড়াইল পৌরবাসির সমর্থন নিয়ে পৌরসভার চেয়ারম্যান হয়েছেন। উপজেলাবাসির সমর্থনে দলীয় একটি অংশের বাঁধা উপেক্ষা করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি আশাবাদি তার সকল অতীত কর্মকান্ড পর্যালোচনা করে তাকে স্বপদে বহাল রাখা হবে। জেলা আ’লীগের সভাপতি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী জানান, তিনি বিগত কমিটি’র সাধারণ সম্পাদক থাকাকালে দলীয় নেতা-কর্মীদের মতামতের ম‚ল্যায়ন করে দল পরিচালনা করেছেন। দলের জন্য অনেক জেল জুলুম সহ্য করেছেন। দলের দুর্দিনে নেতা-কর্মীদের নিয়ে রাজপথে থেকেছেন। দীর্ঘ রাজনৈতীক জীবনে তাঁর অবদানের প্রতিদান স্বরূপ তাকে সভাপতি পদে দেয়া হবে বলে তিনি আশাবাদি। স্থানীয় আ’লীগের একাধিক নেতা জানান, এ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী প্রখর মেধা সম্পন্ন ঠান্ডা মাথার রাজনীতিক। তিনি কেন্দ্রিয় নেতাদের মাধ্যমে দলীয় সভানেত্রীকে ম্যানেজ করে সভাপতির পদটি বাগিয়ে নিলে অবাক হওয়ার কিছু থাকবে না। সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম নবী জানান,তিনি দলীয় সভানেত্রী’র সাথে দেখা করে জেলা আ’লীগের সভাপতি’র দ্বায়িত্ব নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। দিয়ে এসেছেন বায়োডাটা। চ্যালেঞ্জ করে এসেছেন অন্যান্য প্রার্থীদের তুলনায় তিনি অনেক সৎ ও ত্যাগি নেতা। স্থানীয় নেতা-কর্মীদের অনেকেই বলছেন তিনি নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজার নিকট আতিœয়। তাই সাংসদ মাশরাফি বিন মোর্তজা যদি তার পক্ষে সুপারিশ রাখেন,তা-হলে তার জন্য জেলা আ’লীগের সভাপতি হওয়া খুবই স্বাভাবিক। জেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বলেন, সততা ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করায় এবং তৃণম‚ল নেতা-কর্মীদের সমর্থন থাকায় তিনি দ্বিতীয় বারের মত সভাপতি হন। আবারও তার কর্মকান্ডের ম‚ল্যায়ন করে তৃতীয় বারের মত জেলা আ’লীগের হাল ধরার সুযোগ দেয়া হবে বলে তিনি মনে করেন। তাছাড়া তিনি দাবি করেন জেলা পরিষদ’র দ্বায়িত্ব পালনকালে কোন দুর্নীতি অনিয়ম করেননি। তিনি দলের সভাপতি’র পদে থেকে সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু কে নিয়ে দলের প্রতিটি কর্মস‚চী সফল ভাবে বাস্তবায়ন করেছেন। দলীয় নেতা-কর্মীদের স্বার্থের পরিপন্থি কোন কাজ করেননি। দলের মধ্যে শৃংখলা ফিরিয়ে এনছেন। সে হিসেবে তাদের দু’জনকেই আবার পুনর্বহাল করা হতে পারে। এদিকে সম্মেলন সংশ্লিষ্ট স‚ত্রে আরোও জানা গেছে, সম্মেলনে প্রধান বক্তা থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। বিশেষ বক্তা থাকবেন নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক মুক্তি ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মোর্তজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন ও পারভীন জামান কল্পনা। জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু বলেন, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।