নড়াইলের লোহাগড়া উপজেলা পাকহানাদারমুক্ত দিবস উৎযাপন উপলক্ষে প্রস্তুতিসভা
লোহাগড়ার সকল মুক্তিযোদ্ধাদের একত্রিত করার জন্য ইউএনও মুকুল কুমার মৈত্রের প্রতি মুক্তিযোদ্ধাদের আহবান
মোঃ শাহীনুজ্জামান,নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলা পাকহানাদারমুক্ত দিবস উৎযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর (বুধবার) দুপুরে লোহাগড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কবির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তি যোদ্ধা আব্দুর রউফ, খান ওয়াহিদুজ্জামান বাবলু, কবি ও সাংবাদিক মোঃ খায়রুল আলম সহ আরো অনেকে। আগামী ৮ ডিসেম্বর লোহাগড়া উপজেলা হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষে কি কি কর্মসুচী গ্রহণ করা হবে তা নিয়ে ব্যপক আলোচনা করেন বক্তারা। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর ৮ নং সেক্টরের অধীনে লোহাগড়ার বীর মুক্তিযোদ্ধারা সম্মুখ যুদ্ধের মাধ্যমে লোহাগড়া উপজেলাকে পাক হানাদার মুক্ত করে উড়িয়েছিলেন বিজয়ের লাল সবুজ পতাকা। লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্রের প্রতি বিশেষ অনুরোধ করে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের ২ ভাগে বিভক্ত না করে একই পতাকাতলে এনে সকলকে নিয়ে কাজ করলে লোহাগড়া উপজেলা একটি মডেল উপজেলায় রুপান্তরিত হবে।