মোঃ শাহীনুজ্জামান – নড়াইল প্রতিনিধি –
নড়াইলের নড়াগাতী থানার মাওলী গ্রামের বৃদ্ধ মোঃ ওমর শেখের পুত্র মোঃ মকিদুল শেখ প্রতিবেশি মফিজুর গাজীর অত্যাচার থেকে রেহাই পেতে নড়াইল কোর্টে মামলা দায়ের করেছে। সেই মামলা তুলে নেওয়ার জন্য মফিজুর ও তার দাঙ্গাবাজ লোকজন মকিদুল শেখকে হুমকি দিয়েছে বলে অফিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, আজ ২০অক্টোবর রবিবার নড়াইল কোর্টে মামলার দিন ছিল। তাই মামলার বাদী মকিদুল শেখ নড়াইল কোর্টে যায়। আসামী মফিজুর গাজী ও তার দাঙ্গাবাজ লোকজন কোর্টে হাজিরা দিতে নড়াইল যায়। সেখান থেকে ফেরার পথে মফিজুর গাজী ও তার দাঙ্গাবাজ লোকজন মকিদুল শেখকে বলে তুই মামলা তুলে নিবি। যদি কোর্ট থেকে মামলা না তুলিশ তাহলে তোকে প্রাণে মেরে ফেলবো।
উল্লেখ্য জমিজমা সংক্রান্ত বিবাদ এবং অত্যাচারের কারণে মকিদ শেখ নড়াইল বিজ্ঞ নির্বাহী ম্যাজিট্্েরট আদালত মামলা দায়ের করেন যার নং ২২৭ ও ২১২। এই দুটি মামলাই বিচারাধীন রয়েছে। কিন্তু দাঙ্গাবাজ মফিজুর গাজী এই মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে চাপ প্রয়োগ করছে। এলাবাসী সুত্রে জানা গেছে, এই মামলা তুলে নিলে মকিদ শেখের পরিবার এলাকায় থাকতে পারবে না। কারণ অত্যাচীর হাত থেকে রেহাই পেতে তারা কোর্টে মামলা করেছে। কোর্ট যে বিচার করবে তা বাদী মেনে নিবে। কিন্তু দাঙ্গাবাজ মফিজ শেখ তা মানতে নারাজ। সে তার ইচ্ছামত অপশক্তি প্রয়োগ করে এলাকায় অশান্তি সৃষ্টি করছে বলে অফিযোগ সুত্রে জানা গেছে।