দৈনিক সমাজের কন্ঠ

বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে লোহাগড়া মুক্ত দিবস উদযাপন

মোঃ শাহীনুজ্জামান. লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে নড়াইলের লোহাগড়ামুক্ত দিবস উদযাপন করা হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ,বর্ণাঢ্য র‌্যালী, শহীদ হাবিবুর রহমানের কবর জেয়ারত ও আলোচনা সভা। লোহাগড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।
এ দিবস উপলক্ষে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রসাশক আনজুমান আরা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন সহ বীর মুক্তিযোদ্ধাগন। এ সময় বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধারা গেরিলা যুদ্ধের মাধ্যমে পাকবাহিনী ও তাদের দোসরদের পরাজিত করে লোহাগড়াকে হানাদার মুক্ত করে। লোহাগড়া থানা আক্রমণের সময় সম্মুখ যুদ্ধে উপজেলার কোলা গ্রামের মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (২০) নিহত হন।