দৈনিক সমাজের কন্ঠ

নড়াইলে সাবষ্টেশন ১ কে ১০ এমবিএ থেকে ২০ এমবিএ তে উত্তির্ণ করা হয়েছেষ্টেশনে পূর্ণাঙ্গ নিরাপত্তা নাই

মোঃ শাহীনুজ্জামান, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের মানুষের বিদ্যুৎ সমস্যার সমাধান করার লক্ষে গতকাল নড়াইলের
সাবষ্টেশন-১ কে ১০ এমবিএ থেকে ২০ এমবিএ তে উত্তির্ণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, তত্বাবধায়ক প্রকৌশলি মোঃ মোস্তফা কামাল,বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল ইসলাম,যশোর পল্লী বিদ্যুৎ সমিতির জি.এম প্রকৌশলি অরুণ কুমার কুন্ডু, ঠিকাদার মোঃ রিজাউল করিম সহ আরো অনেকে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, নড়াইল সাবষ্টেশন-১ এ নিরাপত্তার ঘাটতি রয়েছে। এখানে যে নিরাপত্তা বেষ্টনি তৈরী করা হয়েছে তার নিচ দিয়ে অবাধে যে কোন সময় অসাধূ ব্যক্তিরা প্রবেশ করে বড় ধরনের ক্ষতি করতে পারে। এ সমস্যা সমাধানের জোর দাবী জনিয়েছেন এলাকার সচেতন মহল ও বিদ্য্যুৎ অফিসে দায়িত্বরত কর্মকর্তাবৃন্দ।