লোহাগড়ায় প্রধান শিক্ষকের অপসারনের দাবীতে শিক্ষার্থীদের স্কুল বর্জন,ডিবি পুলিশের হাতে সভাপতি গ্রেফতার

0
1

মোঃ শাহীনুজ্জামান, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া ৯৫ নং টি চর কালনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারনের দাবীতে শিক্ষার্থীরা স্কুল বর্জন করেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় স্কুলের ছাত্র/ছাত্রী ও অভিভাবকগন প্রধান শিক্ষিকার অপশরনের দাবিতে মিছিল করছে। অভিভাবকদের আরও অভিযোগ প্রধান শিক্ষক ১১ টায় স্কুলে আসেন ১২টা বা ১টায় স্কুল ত্যাগ করেন। শিক্ষার্থীরা বলে, হেড ম্যাডাম আমাদের সাথে ভালো কথা বলেন না। উনার কাছে কোন ইংরেজির শব্দের অর্থ জানতে চাইলে তিনি চোখ মুছতে মুছতে এদিক ওদিক চলে যান, দ্বিতীয়বার জানতে চাইলে বেত দিয়ে বাড়ি শুরু করেন আমরা এ হেড মেডামের দ্রæত অপসারন চাই। স্থানীয় এক অবিভাবক বলেন ১ জানুয়ারি বই বিতরনের দিন ওই স্কুলের ৩য় শ্রেনীর ছাত্র ১ বিষয়ে ফেল করেছে এমন ছেলের জন্য তার বাবা বই চাইতে আসে ওই স্কুলের সভাপতি হেমায়েত হোসেনের কাছে। প্রধান শিক্ষক শামিম-আরা এটা জানতে পেরে সভাপতির সম্পর্কে আপত্তিকর কথা বলেন এবং অকথ্য ভাষা ব্যাবহার করেন , আরো বলেন সভাপতির বাপেরও ক্ষমতা নেই বই দেওয়ার। এমন কথার পর সভাপতি বই বিতরন না করে ম্যাডামকে বই দিতে বলে রাগ করে চলে যায়। সভাপতি চলে যাওয়ায় ম্যাডাম অপমানবোধ করেন। তিনি বলেন, এমপি মাশরফি আমার নিকট আত্মীয় সভাপতি আমার উপর রাগ করে চলে গেল আমি উনাকে দেখিয়ে দিব। এই বলে প্রশাসনের কাছে মৌখিক অভিযোগ করেন প্রধান শিক্ষক। এই অভিযোগের ভিত্তিতে গত ১০ জানুয়ারি শুক্রবার সকাল ১০ টার দিকে সভাপতি হেমায়েত হোসেনকে নড়াইলের ডিবি পুলিশ এসে ধরে নিয়ে যায়। পরে বিকালে তাকে ছেড়ে দেন। এ বিষয় প্রধান শিক্ষক বলেন, হ্যা বই বিতরনের দিন আমার সাথে সভাপতির ঝামেলা হয়েছিল আমি মৌখিকভাবে প্রশাসনের কাছে অভিযোগ করেছি। এলাকা বাসীর দাবী প্রশাসন এ ব্যাপারে দ্রæত হস্তক্ষেপ না করলে ছেলে মেয়েদের পড়া লেখার অনেক ক্ষতি হবে।
এ বিষয় লোহাগড়া ইউএনও মুকুল কুমার মৈত্র বলেন আমি বিষয়টি শুনেছি টিও সাহেবকে বলেছি দ্রæত সমাধান করার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here