দৈনিক সমাজের কন্ঠ

নড়াইলে পল্লী বিদ্যুৎ সমিতির উঠান বৈঠক

মোঃ শাহীনুজ্জামান, নড়াইল প্রতিনিধিঃ
শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ। নড়াইলের বাশগ্রাম ইউনিয়নের যদুনাথপুর গ্রামের মোঃ ফেরদাউস শেখের বাড়ীতে আজ মঙ্গলবার (১৪ জানুয়ারী) দুপুরে গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকের আয়োজন করে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নড়াইল জোনাল অফিস। এ সময় উপস্থিত ছিলেন, যশোর জোনের নির্বাহী প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম,         জেনারেল ম্যানেজার প্রকৌশলী অরুন কুমার কুন্ডু,ডিজিএম আবু আনাস মোঃ নাসের,এজিএম মো নাজিম হোসাইন,প্রকল্প প্রকৌশলী মোঃ রাকিবুল ইসলাম,সদস্য সেবা কো-অর্ডিনেটর মোঃ ওয়াজেদ আলী,চ্যানেল এস এর প্রতিনিধি মোঃ শাহীনুজ্জামান, ক্রাইম এক্সপ্রেস এর প্রোগ্রাম ডিরেক্টর এস.এম মিলন সহ এলাকার জন প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় গ্রাহকদের সচেতনতা বিষয়ে আলোকপাত করা হয়। বক্তারা বলেন, বিদ্যুৎ আমাদের জাতীয় সম্পদ এর সঠিক ব্যবহার করতে হবে। নির্বাহী প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম বলেন, এলাকায় যে সব সাইড লাইন রয়েছে দ্রæত এটা বিচ্ছিন্ন করতে হবে। যদি এই সাইড থাকে তাহলে যে কোন সময় এর থেকে অনাকাঙ্খিত দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় কর্মকর্তাদের এটা বাস্তবায়ন করার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ করেন।