দৈনিক সমাজের কন্ঠ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লোহাগড়া উপজেলা ইউনিট উদ্বোধন

মোঃ শাহীনুজ্জামান, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া সরকারি আর্দশ মহাবিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি লোহাগড়া উপজেলা শাখা ইউনিট এর কার্যক্রম। এ উপলক্ষে ১৮ জানুয়ারি শনিবার সকাল ১১টায় কলেজে হলরুমে লোহাগড়া সরকারি আর্দশ মহাবিদ্যালয়ে সহযোগি অধ্যাপক মোঃ আকবর আহম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোঃ ইসমাইল হোসেন লিটন, এ্যাডভোকেট রওশন আরা, নিরাপদ সড়ক চাই নিসচার জেলা সভাপতি সৈয়দ খায়রুল আলম প্রমুখ।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অহিদুর রহমান বাচ্চু, লোহাগড়া সরকারি আর্দশ মহাবিদ্যালয়ের প্রভাষকবৃন্দ এবং প্রশিক্ষণে অংশগ্রহনরত ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন আর্দশ মহাবিদ্যালয়ের প্রভাষক মোঃ কবির হোসেন। প্রশিক্ষণ প্রদান করছেন কাজী সোহানুর রহমান, শামিম আহম্মেদ শুভ, শারমিন জামান, ইফাত আরা চৈতি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নড়াইল জেলা শাথার সভাপতি,জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস বলেন , আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মিদের সদা প্রস্তুত থাকতে হবে,লোখাপড়ার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখে মাদক সন্ত্রাস ও সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করে জেলাকে এগিয়ে নিয়ে যাওয়াই সদস্যদের দায়িত্ব। সবাই মিলে একযোগে কাজ করলে নড়াইল জেলাকে মাদক,সন্ত্রাসমুক্ত এবং সড়ক নিরাপত্তায় যথেষ্ট ভুমিকা রাখতে পারবে বলে বিশ্বাস করি।