নড়াইলে লকডাউন অমান্য করায়  ২১ জনের কাছ থেকে ১৬ হাজার ১০০ টাকা জরিমানা

0
0
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি : করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লকডাউনের দ্বিতীয় দিনেও নড়াইলে কঠোর অবস্থানে প্রশাসন।
সকল প্রকার গণপরিবহন চলাচল ও দোকান-পাট বন্ধ থাকলেও জনসমাগম বেড়েছে বিভিন্ন অজুহাতে। জরুরি পরিষেবা ও প্রশাসনের যানবাহন চলাচল করছে।
লকডাউনের নীতিমালা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে ওষুধের দোকান, মুদিখানা ও হোটেল-রেস্তোরাঁ খোলা রয়েছে। কাঁচাবাজার বসানো হয়েছে উন্মুক্ত স্থানে।
স্বাস্থ্যবিধি এবং লকডাউনের নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত ২১ জনের কাছ থেকে ১৬ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন।
জেলা প্রশাসন, জেলা পুলিশ, তথ্য অফিস, রেডক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here