নড়াইলে জ্বরে যুবকের মৃত্যু

0
0

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি –   ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খালিদ শেখ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। খালিদ জেলার মলি­কপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও নড়াইলের মঙ্গলহাটা গ্রামের শেখ লুৎফর রহমানের ছেলে। জানা গেছে, খালিদ শেখ কিছুদিন আগে ঢাকায় বোনের বাসায় বেড়াতে যায়। সেখান থেকে জ্বরে আক্রান্ত হয়ে বাড়ীতে আসে। প্রথমদিকে সাধারণ জ্বর মনে করে সে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে থাকে। কিন্তু জ্বরের কোন পরিবর্তন না হওয়ায় সকালে নড়াইলের লোহাগড়ার একজন প্রাইভেট চিকিৎসকের নির্দেশে প্যাথলজিক্যাল পরীক্ষায় তার ডেঙ্গু জ্বর শনাক্ত হয়। পরে ওইদিন তাকে নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here