দৈনিক সমাজের কন্ঠ

চিত্রা নদী রক্ষায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কচুরিপানা অপসারন কর্মসুচী

সমাজের কন্ঠ ডেস্ক – নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চিত্রা নদী রক্ষায় প্রথম পদক্ষেপ হচ্ছে চিত্রা নদীতে অসহনীয় মাত্রার কচুরিপানার অপসারন, এ পদক্ষেপে আন্তরিক ভাবে সহায়তা করতে সম্মত হয়েছে জেলা প্রশাসন ও জেলা পানি উন্নয়ন বোর্ড নড়াইল, গত ২ দিনের গুরুত্বপূর্ণ আলোচনা শেষে সিদ্ধান্ত হয়েছে খুব দ্রুত চিত্রা নদীতে ১০ কিঃ মিঃ পর পর একসাথে চারটি পয়েন্টে কচুরি জোয়ারভাটা অনুসরণ করে অপসারণ করা হবে, এ ছাড়াও পানি উন্নয়ন বোর্ড নিশ্চিত করেছে এ জন্য প্রতিবছর একটা বিশেষ ফান্ড বরাদ্দ রাখার, যাতে করে চিত্রা, নবগঙ্গা এমনকি আফ্রা নদীতে কচুরিপানা অস্বাভাবিকভাবে বৃদ্ধি না হতে পারে। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানিয়েছেন মাননীয় সংসদ সদস্য মাশরাফী বিন মোর্তজা অনেক বড় কিছুর জন্য কাজ করে যাচ্ছে । সবাই সাথে থাকুন এবং দোয়া করুন।