দৈনিক সমাজের কন্ঠ

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে মাঠ দিবস অনুষ্ঠিত

নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর(নাটোর) প্রতিনিধঃ
আখ ক্ষেতে আগাছা নাশক প্রয়োগ করে অধিক ফলন ও উৎপাদন খরচ সাশ্রয় বিষয়ে নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর কৃষি বিভাগের আয়োজনে আখ চাষীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৫নভেম্বর) সকাল ১১ঘটিকায় গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর প্রশিক্ষণ কেন্দ্রে মিলের জি,এম (কৃষি) মাজহারুল ইসলামের সভাপতিত্তে¡ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলের ব্যবস্থাাপনা পরিচালক কৃষিবিদ আবদুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভ্যালেন্ট টেক লিমিটেডের মার্কেটিং ম্যানেজার রইস উদ্দিন , সদর দপ্তর এর ভারপ্রাপ্ত জি,এম ( সম্প্রসারণ) বিমান কৃষ্ণ রায়, জি,এম(খামার) আনিস উজ্জামান, নরেন্দ্রপুর কৃষি খামার ইনর্চাজ (এস.এ.সি.ডিও) কৌশিক আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে প্রায় ১শ জন কৃষক উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, আগাছা নাশক প্রযয়োগের কারণে আখের জমিতে আগাছা জন্মাতে পারে না ফলে সার ও মাটির গুনাগুন অক্ষুন্ন থাকে। এর কারণে আখ দ্রæত খাদ্য পায় এবং ভালো ফলন দেয়। এছাড়াও সাধারণ শ্রমিকদের দ্বারা ফসল উৎপাদনে যেখানে বিঘা প্রতি জমিতে খরচ হয় ৬ হাজার টাকা সেখানে আগাছানাশকের বিঘা প্রতি জমিতে খরচ পড়বে মাত্র ২ হাজার টাকা। এ সময় বক্তারা আগাম আখ চাষে চাষীদের উদ্বুদ্ধ করেন।