দৈনিক সমাজের কন্ঠ

লালপুরে গোসাই আশ্রমে নবান্ন উৎসব

নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর-পানসিপাড়া গ্রামে শ্রী শ্রী ফকির চাঁদ বৈষ্ণব গোসাইজীর আশ্রমে দিন ব্যাপী নবান্ন উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৮শে নভেন্বর) বিকেলে আশ্রম পরিদর্শন করেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইসাহাক আলী, নাটোর জেলা তাঁতীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, উপজেলা যুবলীগের সভাপতি ও বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, দুড়দুড়ীয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান সহ আশ্রম কমিটির সকলে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিবছর অগ্রহায়ন মাসে দিনব্যাপী নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। ভক্তবৃন্দ ও আগত অতিথিদের মাঝে প্রসাদ বিতরন ও ভোজের আয়োজন করা হয়। নবান্ন উপলক্ষে বগুড়া, নওগাঁ, পাবনা সহ দেশের বিভিন্ন স্থান ও ভারত থেকে ভক্তদের আগমনে মিলন মেলায় পরিনত হয় আশ্রম চত্বরে।