নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে আব্দুলপুর সরকারী কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়েছে। রোববার সকালে উক্ত নবীন বরণ অনুষ্ঠানের প্রথম পর্বের আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: নুর কুতব উল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অত্র কলেজের সাবেক ছাত্র ও নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও কলেজের সাবেক ছাত্রনেতা শামীম আহম্মেদ সাগর, জেলা তাঁতীলীগের যুগ্ম সম্পাদক তোহিদুল ইসলাম বাঘা, সাংগঠনিক সম্পাদক প্রভাষক ইকবাল হোসেন রিপন প্রমুখ। শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আজাদ, একাদশ শ্রেণীর শিক্ষার্থী রেখা খাতুন।
জামাত-শিবিড়ের ধর্মের অপব্যাখ্যা রোধে শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে
………….. বকুল এমপি
স্বাধীনতার পরাজিত শক্তি পাকিস্তানের প্রেতাত্মা জামাত শিবিড় ধর্মের বিভিন্ন অপব্যাখা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করেছে। তাদের পূর্বসুরিরা মহান মুক্তিযুদ্ধের সময় পবিত্র ধর্মের অপব্যাখ্যা দিয়ে এদেশের সাধারণ মানুষকে হত্যা করেছে। তারা বিভিন্ন হাদিসের অপব্যাখ্যা দিয়ে হিন্দুদের বাড়িঘর লুটপাট করেছে, নারীদের ধর্ষন করেছে। এদেশের সাধারণ মুসলমানদের হত্যা করেছে, নারীদের ধর্ষণ করেছে, বাড়িঘর লুটপাট করেছে। তারা সেখানেই থেমে থাকে নি। মহান স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের সূর্য সন্তানদের নামে বিভিন্ন অপবাদ দিয়েছে। তারা জাতীর জনকের নামে বিভিন্ন গুজব সৃষ্টি করেছে। সেই জামাত, আল বদর, রাজাকাররা এখনো বিভিন্ন গুজব সৃষ্টি করে এদেশের ধর্মীয় সম্পৃতি নষ্ট করে সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। এজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি ধর্মের অপব্যাখ্যা রোধে এগিয়ে আসতে হবে। রোববার নাটোরের লালপুরে আব্দুলপুর সরকারী কলেজের নবীণ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: নুর কুতব উল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি শিক্ষক শিক্ষার্থীদের উদ্যেশে এসব কথা বলেন।