দৈনিক সমাজের কন্ঠ

লালপুরে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস পালিত

নেওয়াজ মাহমুদ নাহিদ – লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে।
এই উপলক্ষে লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তলন, জাতীয় সংগীত, পায়রা অবমুক্ত, আলোচনা সভা, খেলাধূলা, পুলিশ, আনসার বাহিনী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ, ফায়ার সার্ভিসের মহড়া, স্কাউট, গালস্ গাইডের পদর্শনী, পুরষ্কার বিতরনী বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়। শহীদ মমতাজ উদ্দীন স্টেডিয়ামে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর থানা অফিস ইনচার্জ সেলিম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, নির্বাচন অফিসার হাসিব বীন সাহাব, একাডেমিক সুপারভাইজার সাদ আহম্মেদ শিবলী সহ উপজেলার সকল কর্মকর্তা, সকল মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। এসময় এমপি মহাদয়, ১৩১জন মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্টকার্ড ও ১১জন প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদদের আয়োজিত শহীদের স্মৃতিচারণমূলক বইয়ের মোড়ক উন্মচণ করেন।