দৈনিক সমাজের কন্ঠ

নাটোরের বাগাতিপাড়া তিন দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

নেওয়াজ মাহমুদ নাহিদ, নাটোর প্রতিনিধিঃ “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি” এই স্লোগানকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় তিন দিন ব্যাপি ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান এবং বিজ্ঞান অলম্পিয়াড উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রসাশনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলার পোড়াবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যলয় চত্ত্বরে এই মেলার উদ্বোধন করা হয়। নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল ফিতাকেটে ও বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন। এরপর এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা শিক্ষা অফিসার  আহাদ আলী, উপজেলা কৃষি অফিসার মোমরেজ আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা প্রমূখ। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় মোট ২৫ টি স্টলে ১৮ টি প্রাথমিক বিদ্যালয় ও ৭ টি কলেজ  অংশ গ্রহন করেছে।