দৈনিক সমাজের কন্ঠ

লালপুরে বাল্যবিবাহ নারী নির্যাতন নিরোধে কিশোর কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণের সমাপনী

নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে মহিলা ও শিশু উন্নয়ন কমিটির বাস্তবায়নে এবং জাইকা প্রকল্পের সহযোহীতায় বাল্যবিবাহ, যৌন হয়রানী, যৌতুক, নারী নির্যাতন নিরোধে কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
উপজেলা অডিটরিয়াম হল রুমে মঙ্গলবার (২৪ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাইকা প্রকল্প অফিসার কাজী রাশেদ শিমুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়া প্রমূখ।
২দিন ব্যাপী ৩টি ব্যাচের প্রশিক্ষণে কিশোর কিশোরী ক্লাবের মোট ১৬৫জন সদস্য অংশগ্রহণ করেন।