দৈনিক সমাজের কন্ঠ

লালপুরে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা

নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর (নাটোর) প্রতিনিধ:
“মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্তীনির বিস্তার ঘটে” এই বিষয়ে নাটোরের লালপুরে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭জানুয়ারি) দুপুরে উপজেলার বিলমাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে রাজশাহী অঞ্চলের দুর্নীতি দমন কমিশনের সৌজন্যে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধায়নে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন এবং স্কুল পরিদর্শন করেন জেলা প্রশাসক শাহরিয়াজ।
বিলমাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যেগে আয়োজিত অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, উপজেলা যুবলীগের সভাপতি ও বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা আলাউদ্দীন, উপজেলা স্থানীয় সরকার বিভাগ ও জাইকা প্রকল্প অফিসার কাজী রাশেদ শিমুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ খালেক, সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম সরকার সহ সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।