নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ভিত্তি প্রস্তর স্থাপন, অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭জানুয়ারি) সকালে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহরিয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা আলাউদ্দীন, উপজেলা যুবলীগের সভাপতি ও বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, স্থানীয় সরকার বিভাগ ও জাইকা প্রকল্প অফিসার কাজী রাশেদ শিমুল, যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য ওয়াহেদ সরকার সহ সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।