দৈনিক সমাজের কন্ঠ

লালপুরে মাদক ও যৌন হয়রানি বিরোধী সচেতনতা মূলক সভা

নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
“মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে মাদক, জঙ্গিবাদ, যৌন হয়রানি, বাল্যবিবাহ বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০জানুয়ারি) উপজেলার  চংধূপইল ও আড়বাব ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পৃথক দুই স্থানে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, ইউডিএফ স্থানীয় সরকার বিভাগ (জাইকা প্রকল্প) অফিসার কাজী রাশেদ শিমুল, সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, চংধূপইল ইউপি চেয়ারম্যান আবু আল বেলাল, আড়বাব ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবগের্র উপস্থিতিতে প্রধান অতিথি মাদক, জঙ্গিবাদ, যৌন হয়রানি, বাল্যবিবাহ বিরোধী শপথ বাক্য পাঠ করান।