দৈনিক সমাজের কন্ঠ

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে ভাতাভোগীদের ভাতা প্রদানের লক্ষে যাচাই বাছাই সম্পূর্ণ

নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর (নাটোর) প্রতিনিধি:
“শেখ হাসিনার দিন বদলে সমাজসেবা এগিয়ে চলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে ২০১৯-২০অর্থ বছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতাভোগী নির্বাচনের জন্য উন্মুক্ত যাচাই-বাছাই কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলার গোপালপুর পৌরসভা সহ সকল ইউনিয়নের এ বাছাই কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে। আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে ভাতাভোগীদের ভাতা বহি এবং ভাতা প্রদান করা হবে।
আজ মঙ্গলবার ঈশ^রদী ইউনিয়নে শেষ বাছাই কার্যক্রম অনুষ্ঠানে এসব কথা জানান উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে ঈশ^রদী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি। অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, ঈশ^রদী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক পিংকু সহ সকল ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।