দৈনিক সমাজের কন্ঠ

নাটোরে পাঁচদিন ব্যাপী নাটুয়া যাত্রা উৎসব সমাপ্ত

নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর(নাটোর) প্রিতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী এবং ‘চলন নাটুয়া’র চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাটোরের লালপুরে আয়োজিত পাঁচদিন ব্যাপী নাটুয়া যাত্রা উৎসব শেষ হলো। গতকাল মঙ্গলবার মধ্য রাতে ধুপইল বড়াল সংঘের পরিবেশনায় ‘বিচিত্রা অনুষ্ঠান’ যাত্রা মঞ্চায়নের মধ্যদিয়ে উৎসব শেষ হয়। শুক্রবার রাতে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী রাতে ‘চলন নাটুয়া’র পক্ষ থেকে মা মাটি মানুষ যাত্রা মঞ্চস্থ করা হয়।

লালপুরের ধূপইল শহীদ মিনার প্রাঙ্গনে নব নির্মিত ৭১ মঞ্চে ‘চলন নাটুয়া’সহ মোট পাঁচটি যাত্রা সংগঠন পাঁচদিনে পাঁচটি যাত্রা মঞ্চস্থ করে। প্রতিদিন বিপুল সংখ্যক দর্শক যাত্রা উপভোগ করেন। উৎসবে নাট্যাঙ্গনে অবদানের জন্য অধ্যাপক অলোক মৈত্র এবং আব্দুল মালেককে ধীরাজ সুর নাট্যজন সম্মাননা প্রদান করা হয়।

উৎসব কমিটির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী উৎসবের মূলভাব বর্ণনা করে  বলেন, জীবন বিকশিত হবে বিনয়ে অভিনয়ে। ‘চলন নাটুয়া’র সভাপতি ফারুক হোসেন বলেন, আমাদের সাংস্কৃতিক অঙ্গনের উজ্জল ধারা যাত্রা। আকাশ সংস্কৃতির আগ্রাসনে যাত্রা হারিয়ে যেতে বসেছে। যাত্রা চর্চা ও উৎসবের মধ্য দিয়ে ‘চলন নাটুয়া’র পথ চলা আরো বেগবান হবে।