সমাজের কন্ঠ ডেস্ক: এবার ঘাস চাষ শিখতে বিদেশ যেতে রাষ্ট্রের ৩ কোটি ২০ লাখ টাকার বাজেট। মাছ চাষ, পুকুর খনন, খিচুড়ি রান্নার পর এবার ঘাসের চাষ শিখতে বিদেশে যেতে চান ৩২ জন সরকারি কর্মকর্তা। তার জন্য প্রত্যেক কর্মকর্তার জন্য ব্যয় ধরা হয়েছে ১০ লাখ টাকা করে। এ হিসেবে মোট বরাদ্দ চাওয়া হয়েছে ৩ কোটি ২০ লাখ টাকা।
‘উন্নত জাতের ঘাস’ চাষ শিখতে বিদেশ যাত্রার জন্য ‘প্রাণীপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাসের চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর’ শীর্ষক প্রকল্পে এ অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
আগামী ২৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ১০১ কোটি ৫৩ লাখ টাকার প্রকল্পটি উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বলা হয়েছে, প্রকল্পটি সম্প্রসারণধর্মী হওয়ায় সম্ভাব্যতা যাচাই করা হয়নি। তবে ২০১৫ সালের জুলাই থেকে ২০১৭ সালের ডিসেম্বর মেয়াদে এ ধরনের একটি প্রকল্প ছোট আকারে বাস্তবায়ন করা হয়। প্রকল্প এলাকার কৃষকদের মাঝে ঘাস চাষে ব্যাপক সাড়া পাওয়া গেছে। সে অভিজ্ঞতার ভিত্তিতে প্রকল্পটি প্রণয়ন করা হয়েছে।
অনুমোদন পেলে চলতি বছর থেকে ২০২৪ সালের মার্চের মধ্যে এটি বাস্তবায়ন করবে প্রাণিসম্পদ অধিদপ্তর।