দৈনিক সমাজের কন্ঠ

নাটোরে বিয়ের দীর্ঘ ১১ বছর পর কৃষকের ঘরে একসঙ্গে চার সন্তানের জন্ম

স্টাফ রিপোর্টার – নাটোরে বিয়ের দীর্ঘ ১১ বছর পর কৃষকের ঘরে একসঙ্গে চার সন্তানের জন্ম নিয়েছে। ঘটনাটি ঘটেছে নাটোর জেলার সিংড়া উপজেলার ভাগনারকান্দি গ্রামে। গ্রামের কৃষক মিলন দীর্ঘ ১১ বছর আগে বিয়ে করলেও এর মাঝে তার স্ত্রী শাহিদা বেগমের (৩৫) গর্ভে কোনও সন্তান হয়নি। এবার ১১বসর পর প্রথমবারের মতো তাদের সংসার আলোকিত করে চারজন নতুন অতিথি এলো। আজ শনিবার দুপুর ২টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে শাহিদা জন্ম দেন একে একে চার সন্তান। তাদের মধ্যে একজন ছেলে ও বাকি তিনজন মেয়ে। স্বাভাবিক প্রসবের মাধ্যমেই মিলন-শাহিদার ঘর উজ্জ্বল করে এই চার সন্তান। নাটোর সদর হাসপাতালের আরএমও মাহবুবুর রহমান জানান, আজ সকালে শাহিদার প্রসব ব্যথা উঠলে তাকে প্রথমে সিংড়া হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে নাটোর সদর হাসপাতালে আনা হয় তাকে। দুপুর ২টার দিকে হাসাপাতালের চিকিৎসক ফজলুল কাদিরের তত্ত্বাবধানে শাহিদা একে একে চার সন্তানের জন্ম দেন। মাহবুবুর রহমান আরও জানান, জন্ম নেওয়া চার শিশুর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজন। তাই চার সন্তান ও মা শাহিদাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। শাহিদা আক্তারের স্বামী মিলন জানান, প্রায় ১১ বছর আগে তাদের বিয়ে হলেও দীর্ঘদিন তার স্ত্রীর কোনো সন্তান হয়নি। বিয়ে দীর্ঘদিন পর প্রথম তাদের ঘড়ে এক সঙ্গে চার সন্তান এসেছে।