দৈনিক সমাজের কন্ঠ

অভয়নগরে সক্রিয় চোর চক্র,একই রাতে একাধিক স্থানে চুরি

মনিরুজ্জামান মিল্টনঃ 
যশোরের অভয়নগর উপজেলায় সক্রিয় হয়ে উঠেছে গ্রীল কেটে চুরি করা চোর চক্র। বিভিন্ন স্থানে একই ধরনের পন্থা অবলম্বন করে সুকৌশলে চুরি করে যাচ্ছে চক্রটি।
প্রায়ই বিভিন্ন বাসাবাড়িতে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে সংঘটিত হচ্ছে চুরি। এমন কি বিভিন্ন পর্যায়ের অফিসেও চুরি সংঘটিত হওয়ার সংবাদ পাওয়া যাচ্ছে।
গত শুক্রবার রাতে অভয়নগরের গুয়াখোলার ৬ নং ওয়ার্ডে অবস্থিত প্রফেসর  নওয়াব আলীর বাসার নীচ তলায় অবস্থিত বেসরকারি এনজিও সংস্থা টি এম এস এস এর অফিসে চুরি সংঘটিত হয়েছে।  গভীর রাতে চোর চক্র দরজার তালা ভেংগে গ্রীল কেটে মালামাল ও নগদ টাকা চুরি করে পালিয়ে যায়।
টি এম এস এর একাউন্ট সেকশনে কর্মরত নাজিয়া সুলতানা জানান বৃহস্পতিবার  কাজ শেষে অফিস বন্ধ করে তারা বাড়িতে চলে যান। শুক্রবার রাতে কোনো এক সময় অফিসের পেছন দিকে বারান্দার গ্রীল কেটে তালা ভেংগে চুরি হয়। সকালে শনিবার সকালে কাজের বুয়া সামনের দরজা খুলে ভিতরে ঢুকে জিনিসপত্র ছোড়ানো ছিটানো এবং  পেছনের বারান্দার গ্রীল কাটা অবস্থায় দেখতে পেয়ে সবাই কে খবর দেন।
তিনি আরও জানান চোর তাদের ড্রয়ার ভেংগে নগদ ২৬৫০০ টাকা সহ তিনটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়।
ওই একইদিন রাতে বুইকারা বকুলতলা সাফায়তের বাড়িতে চোর ঢুকে পড়লে বাড়ির মালিক জেগে যাওয়ায় সংগবদ্ধ চোর পালিয়ে যায়। এসময় আশেপাশের লোকজন টের পেয়ে এগিয়ে এলে চোরেরা চুরি করার সব কিছু ফেলে পালিয়ে যায়।
এলাকাবাসীর ধারনা এটা সংঘবদ্ধ চোর চক্র যারা প্রতিনয়ত এধরণের চুরি করে যাচ্ছে। এ ব্যাপারে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।