অভয়নগর প্রতিনিধিঃ
খুলনা যশোর মহাসড়কের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া বাজার এলাকায়
বেপরোয়া যাত্রীবাহী বাস ও চাপায় মটরসাইকেল চালক মোঃ ইকবাল হোসেন (৩৬) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে এবং মটরসাইকেলে থাকা অপর আরোহী নয়ন (৩০) নামের এক যুবক মারাত্মকভাবে আহত হয়েছে।
নিহত ইকবাল উপজেলার বুইকরা গ্রামের মৃত রহিম মুন্সির পুত্র, আহত নয়ন একই এলাকার মুজিবর রহমানেন পুত্র।
ঘটনা স্থলে উপস্থিত জনতা জানান, রবিবার সকাল সোয়া এগারোটার মটরসাইকেল যোগে ইকবাল ও নয়ন টেঙ্গুটিয়া বাজার অতিক্রম করছিল এসময় খুলনা গামী গড়াই বাস অপর একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে রং সাইডে ঢুকে মটর সাইকেলটিকে চাপা দেয়।এতে ইকবাল ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং নয়ন মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা নয়নকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তরিত করে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অথৈ সাহা জানান, আহত নয়নের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, ঢাকা মেট্রো ব-১৫-১১৯৯ গড়াই বাসটি সহ বাসের চালককে আটক করা হয়েছে। এবং যশোর ল-১৫-১৬৮৬ মোটরসাইকেলটিও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।