দৈনিক সমাজের কন্ঠ

গ্যাস্ট্রিক দূর করার উপায় কী? কি কি খেলে গ্যাস্ট্রিক হয়

গ্যাস্ট্রিক দূর করার উপায় কী?
কি কি খেলে গ্যাস্ট্রিক হয়

যেমন: নির্দিষ্ট কিছু খাবার খাবারের কারণে গ্যাস্ট্রিক হতে পারে

চা খেলে কি গ্যাস্ট্রিক হয়

‌কারো কারো চা বা কফি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয়

আবার কারো রান্না করা খাবার খেলে এরকম সমস্যা হয়

একেকজনের একেক রকম হতে পারে, যারা ধূমপান করেন তাদের এই সমস্যা বেশি দেখা দেয়,

‌ কোন কারণে গ্যাস্ট্রিকের সমস্যা হয়

একেক জনের একেক কারণে গ্যাস্ট্রিক হয়। তবে কিছু খাবার খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় । এজন্য এই খাবারগুলো এড়িয়ে চলতে হবে
একেক জনের একেক কারণে গ্যাস্ট্রিক হয়। তবে কিছু খাবার খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় । এজন্য এই খাবারগুলো এড়িয়ে চলতে হবে ।

গ্যাস্ট্রিক হওয়ার কারণ কি

‌ যদি অনেক টেনশনে থাকেন সেখান থেকেও গ্যাস্ট্রিক অথবা আলসার রোগ হতে পারে

আপনার ওজন যদি স্বাভাবিক না থাকে তাহলেও এটা হতে পারে

‌ যারা গর্ভবতী তারা প্রায় এই সমস্যার মধ্যে ভুগেন,

‌যাদের হাইটেস্ট হার্নিয়া নামের একটা রোগ আছে যেখানে পাকস্থলীর কিছু অংশ বুকের দিকে চলে আসে,তাদের মধ্যে এই বুক জ্বালাপোড়া সমস্যা দেখা যায় ।

কোন ওষুধ খেলে গ্যাস্ট্রিক হয়

আর নির্দিষ্ট কিছু ওষুধ আছে যেগুলো এই সমস্যা তৈরি করতে পারে

যেমন : এস্পেরিন , আই প্রফিন , ইত্যাদি
যদি আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধগুলো খান, তাহলে কোন অবস্থায় নিজে নিজে ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধগুলো খাওয়া থেকে বিরত থাকবেন না।