নাজিম উদ্দীন জনিঃ কলারোয়ার পল্লীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৩ ফেব্রুয়ারী) সকালে উপজেলার চান্দুড়িয়া কেসিজি হাইস্কুল মাঠে এ ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সামাজিক সংগঠন কেসিজি মিতালী সংঘের আয়োজনে ও সংগঠনে সভাপতি আব্দুর সবুরের সভাপতিত্বে এ ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের শুভ সুচনা করেন চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন।
এলাকার গরীব অসহায় রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন ব্রাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপালের অভিজ্ঞ ১৪ জনের একটি মেডিকেল টিমের ডাক্তাররা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মস্তফা ফারুক কবির,ইউপি সদস্য নিজাম উদ্দিন মন্টু,সংরক্ষিত ইউপি সদস্য মমতাজ খাতুন খুশি,সমাজ সেবক জাহিদ হাসান টিপু,মতলেবুর রহমান হিরণ,জিয়াউর রহমান,আতিক মুহিব সহ কেসিজি মিতালী সংঘের সকল সদস্যরা।