তরিকুল ইসলাম,সাতক্ষীরা ব্যুরো: সাতক্ষীরার কলারোয়ায় পুলিশি অভিযানে ডাকাত দলের ৬ সদস্যকে আটক করা হয়েছে। দীর্ঘক্ষণ পুলিশের সাথে ডাকাত দলের সদস্যদের গুলি বিনিময়ের পর ডাকাতদের আটক করতে সক্ষম হয় পুলিশ সদস্যরা।
ঘটনাটি ঘটেছে, উপজেলার কেরালকাতা ইউনিয়নের কোটার মোড় সংলগ্ন যশোর- সাতক্ষীরা মহা সড়কে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) মীর আসাদুজ্জামনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রবিবার দিবাগত রাতে (রাত ৩ টা) মহাসড়কে কোটার মোড় এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে গতিবিধি লক্ষ্য করে পরিবহনে ডাকাতি করার প্রস্তুতিকালে প্রাইভেট কারকে চ্যালেন্জ করলে প্রাইভেট কারের ভিতর থেকে পুলিশের দিকে গুলি ছোঁড়ে। পাল্টা পুলিশ গুলি ছুঁড়ে প্রাইভেটকারের গতিরোধ করে ঘটনাস্থল থেকে ৬ ডাকাতকে আটক করা হয়। ডাকাতদের ছোঁড়া গুলিতে দাযিত্বরত এএসপি, থানার ওসি সহ কয়েকজন পুলিশ সদসদ্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে ডাকাতদের কাছ থেকে ২ রাউন্ড গুলি সহ ১ টি পিস্তল উদ্ধার করা হয়। জব্দ করা হয় ডাকাতদলের ব্যবহৃত প্রাইভেটকার( ঢাকা মেট্রো-খ-১২-৭৭৪৬)। এ ঘটনায় অভিযানের নেতৃত্বে থাকা সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামন সহ থানার অফিসার ইনচার্জ ( ওসি) নাসির উদ্দীন মৃধা, এসআই রঞ্জন কুমার, রাজিব, আনোয়ার সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। আহতদের মধ্যে এক পুলিশ সদস্যকে কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আটককৃত ডাকাতরা হলেন, যশোর জেলার ঝিকরগাছা থানার হাজির আরী এলাকার বসিরের পুত্র হুমায়ুন কবির(৩৭),যশোর সদর থানার মোল্যাপাড়া গ্রামের ফজর আলী উকিলের পুত্র সাইদুল ইসলাম( ৬০), ধলামিয়ার পুত্র মিজান(৪৭), শার্শা থানার বসতপুর গ্রামের আব্দুল ওহাবের পুত্র আবুল কালাম (৫৫), একই গ্রামের নুর মোহাম্মদের পুত্র আব্দুল্যা, সাতক্ষীরা সদর থানার মধ্য কাটিয়া গ্রামের শেখ আব্দুল হামিদের পুত্র সাইদুজ্জামান(২৮)। এ ব্যাপারে কলারোয়া থানায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে জানা যায়।