দৈনিক সমাজের কন্ঠ

একতা প্রেস ক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে সংবর্ধনা প্রদান

নূরে হাবিব,বিশেষ প্রতিনিধিঃএকতা প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক গত ০১/০২/২৩ইং তারিখে লিখিতভাবে আবেদনের মাধ্যমে স্ব- ইচ্ছায় তার সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নেওয়াই তার আবেদনের প্রেক্ষিতে পরবর্তীতে সাধারণ সভার মাধ্যমে সকল উপদেষ্টা মন্ডলী ও কার্যকরী কমিটির সকল সদস্য ও সাধারণ সদস্যদের উপস্থিতিতে তাকে অব্যহতি দেয়া হয় এবং তদস্থলে মোঃ তৌহিদুর রহমান কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

এরই ধারাবাহিকতায় একতা প্রেসক্লাব এর পরিচালনা পর্ষদ ও উদযাপন কমিটির আহ্বায়ক, জনাব মোঃ মোস্তাক হোসেন স্বপন,আজিম উদ্দিন গাজী,ফারুক হোসেন উজ্জল,মাসুদ আক্তার বাবু খান কে নিযুক্ত করে একতা প্রেসক্লাবে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নব- নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুর রহমান তার স্বাগত বক্তব্যে বলেন, আমাকে একতা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সকল উপদেষ্টা মন্ডলী, কার্যকরী কমিটির সকল সদস্য ও সাধারণ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
একতা প্রেসক্লাবের সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবো এবং একতা প্রেসক্লাবের সকল সদস্য ও সাংবাদিকেদের কল্যাণার্থে কাজ করবো, ইনশাআল্লাহ।
একতা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে আমাকে দায়িত্বভার অর্পণ করে আমাকে যে সম্মান দেওয়া হয়েছে, আপনারা দোয়া করবেন আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে পারি।
আমি সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে এবং নিপীড়িত নির্যাতিত সাংবাদিকদের পক্ষে যেন কাজ করে যেতে পারি তার জন্য আমাকে দোয়া করবেন।

একতা প্রেসক্লাবের সভাপতি মোঃ ওহিদুল ইসলাম তার সমাপনী বক্তব্যে বলেন, একতা প্রেসক্লাবের পূর্বের সাধারণ সম্পাদকে অব্যহতি দিয়ে পরিচালনা পর্ষদ ও সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে মোঃ তৌহিদুর রহমান কে একতা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ব্যক্তিগতভাবে রয়েল সিএন্ডএফ লিমিটেড কোম্পানির(চেয়ারম্যান) ও বেস্ট সার্ভিস ইন্টারন্যাশনাল, আমদানি/রপ্তানি ও ট্রান্সপোর্ট প্রতিষ্ঠানের (স্বত্বাধিকারী) এবং ঢাকা থেকে প্রকাশিত দৈনিক রূপকার পত্রিকার সহ-সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন।

এছাড়াও তিনি বক্তব্যের মাঝে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,সংগঠন বিরোধী ও দুষ্কৃতকারী কোন ব্যক্তির এই সংগঠনে স্থান নেই। একতা প্রেসক্লাবের মঙ্গল কামনা করে এবং নিপীড়িত নির্যাতিত, সুবিধাবঞ্চিত, অসহায় সাংবাদিকদের কল্যাণে তিনি যেন সবার পাশে দাড়াতে পারেন এবং সাংবাদিকদের দাবি আদায়ে সর্বদা তৎপর থাকেন সেজন্য একতা প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলী ও সকল সদস্যসহ শার্শা উপজেলার সকল সাংবাদিকদের কাছে তিনি সহযোগিতা কামনা করেন।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
একতা প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলী- মোঃ মোস্তাক হোসেন স্বপন,মোঃ আজিম উদ্দিন গাজী,মোঃ ফারুক হোসেন উজ্জল,মোঃ মাসুদ আক্তার বাবু খান,মোঃ কামরুজ্জামান বাবলু,এম এম আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক- সাইবুর রহমান সুমন,
অর্থ সম্পাদক- মোঃ মারুফ হোসেন, দপ্তর সম্পাদক- মোঃ আওয়াল হোসেন, সহ দপ্তর সম্পাদক- মোঃ আবু মুসা, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক – মোঃ রাকিব উদ্দিন, সাহিত‍্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক – মোঃ নুরে হাবিব, প্রচার সম্পাদক – আব্দুল্লাহ আল মামুন, আইন বিষয়ক সম্পাদক – মোঃ ইবাদুল্লাহ, মোঃ ইকবাল হোসেন, মোঃ নজরুল ইসলাম সহ ক্লাবের সকল সদস্য।

এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার বিভিন্ন সাংবাদিকগণ উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।