জহর হাসান সাগর,তালা(সাতক্ষীরা)প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার(২৮ শে মে) সকালে তালা শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আরাফাত হোসেনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
তালা উপজেলা আওয়ামীলীগের সি-যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মীর জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান, তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন,ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মইনুল ইসলাম,জেএসডি নেতা মীর জিল্লুর রহমান প্রমুখ। আলোচনার পূর্বে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা ও আলোচনার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।