দৈনিক সমাজের কন্ঠ

বেনাপোলে বিপুল পরিমাণ মাদকসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল কাগজপুকুর এলাকা থেকে একটি এলিয়ন প্রাইভেটকারে ৫ হাজার পিস ইয়াবা, ৪ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল সহ সোহাগ হোসেন (৩৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে আটক করা হয়।

আটক সোহাগ শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকার মৃত মহর আলীর ছেলে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন খবরের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর এলাকা দিয়ে ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান পাচার হচ্ছে। এ ধরনের সংবাদে বিজিবির একটি দল সেখানে অভিযান চালিয়ে নম্বর বিহীন একটি এলিয়ন প্রাইভেটকার জব্দ করে। প্রাইভেট কারটি বেনাপোল বিজিবি কোম্পানি সদরে নিয়ে তার মধ্যে তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ সময় সোহাগ হোসেন নামে একজন মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।