কলি আক্তার, মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ প্রয়াত সংবাদিক প্রেস ক্লাবের একাধিকবারের সাবেক সভাপতি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক পূর্বাঞ্চলের মোরেলগঞ্জ অফিস প্রধান নজরুল ইসলাম শরীফের ভাই মো. জামাল শরীফ এর জানাজায় জনতার ডল। বুধবার সকালে তাকে শেষ শ্রদ্ধা জানাতে মোরেলগঞ্জ প্রেসক্লাবে তার কফিন আনা হয়।
প্রয়াত সাংবাদিক দৈনিক জন্মভূমি পত্রিকার মোরেলগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি মঙ্গলবার ৭টায় ঢাকা হৃদরোগ ইন্সটিটিউটে চিকিসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সে দীর্ঘদিন ধরে উচ্চ মাত্রার ডায়াবেটিস ও কিডনি রোগে ভূগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। কর্মময় জীবনে মো. জামাল শরীফ একজন দক্ষ সাংবাদিক, জন প্রতিনিধি ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক ও রেফারীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের সাথে জড়িত ছিলেন।
বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক চত্ত¡রে প্রথম জানাজা নামাজ শেষে বারইখালী শরীফবাড়ি শাহী জামে মসজিদ মাঠে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী অফিসার এস.এম তারেক সুলতান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ওসি মো. সাইদুর রহমান, সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান লাল, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, মাহমুদ আলী, চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, অধ্যাপক শাহাবুদ্দিন হাওলাদার, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম মাসুম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শরীফ, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি মো. ইসমাইল হোসেন লিটন ও সাধারণ সম্পাদক মো. মহিদুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন শ্রেনীপেশার মানুষ এ জানাজা অংশ গ্রহন করেন। এদিকে সাংবাদিক মো. জামাল শরীফের অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বাগেরহাট-৪, মোরেলগঞ্জ ও শরণখোলা আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মাস বাংলা গ্রæপের চেয়ারম্যান এম আর জামিল হোসাইনসহ যুবসেন্টারের নেতৃবৃন্দ। #