দৈনিক সমাজের কন্ঠ

মাদারীপুরের সানজিদ ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত

মাদারীপুর প্রতিনিধিঃ
ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের সানজিদ হাওলাদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বাড়িতে চলছে শোকের মাতম। বুধবার (২৫ অক্টোবর) রাতে ইতালির তারান্ত শহরে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ধুরাইল ইউনিয়নের চেয়ারম্যান হাবিব হাওলাদার। ইতালিতে অবস্থানরত সাইফুল নামের একই ইউনিয়নের এক যুবকের মাধ্যমে তারা দুর্ঘটনার বিষয়টি জানতে পেরেছেন বলে জানান। নিহত সানজিদ হাওলাদার ধুরাইল ইউনিয়নের সাবেক মেম্বার লিটন হাওলাদরের ছেলে। নিহতের পরিবারের সূত্রে জানা যায়, সানজিদ ২০২১ সালে উন্নত জীবনের আশায় পাড়ি জমান ইতালি শহরে। ভালোই চলছিল সব। তবে গেল বুধবার ইতালিতে কাগজপত্র করার জন্য অফিসিয়াল কাজে ফিঙ্গার প্রিন্ট দিতে নিজের বাসা থেকে বের হয়ে তিনি শহরের তারান্ত এলাকায় যান। সেখানে রাস্তা পার হওয়ার সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। পরে তিনি ঘটনাস্থলে নিহত হন। তার মরদেহ কোথায় নেওয়া হয়েছে রিপোর্ট লেখা পর্যন্ত পরিবার জানতে পারেনি। নিহত সানজিদের বাবা লিটন হাওলাদার বলেন, আমার ছেলে সড়ক দুর্ঘটনায় মারা গেছে এইটা আমরা শুনেছি। কিন্তু এখন কোথায় আছে এখনো জানতে পারিনি। সরকারের কাছে আমাদের একটাই দাবি আমার ছেলের মরদেহ যাতে আমি বাড়িতে আনতে পারি তার ব্যাবস্থা করে দেন। ধুরাইল ইউনিয়ন চেয়ারম্যান হাবিব হাওলাদার বলেন, তার মৃত্যুর খবরটি আমরা নিশ্চিত হয়েছি। কিন্তু তার মরদেহ কোথায় রাখা আছে সেটা এখনো নিশ্চিত হতে পারিনি। তথ্য জানতে পারলে মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হবে। মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইনউদ্দীন বলেন, আমাকে বিষয়টি কেউ অবগত করেনি আমাদের কাছে অবগত করলে আমরা অবশ্যই মরদেহ বাংলাদেশে আনার জন্য যা করা দরকার সব করব।