কলি আক্তার,মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষকদের নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ক ৭ দিনের প্রশিক্ষণ বুধবার সম্পন্ন হয়েছে। বুধবার ৭দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী দিনে এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় ভেন্যুতে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে সংশ্লিষ্ট বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান । এসময় এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল মালেক ও শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে মাউশি ও এনটিআরসি প্রতিনিধি দল প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ও ডেসিমিসেশন অব নিউ কারিকুলাম স্কিম মাউশির বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার স্কুল মাদ্রাসার ১১৯১ জন শিক্ষক -শিক্ষকা অংশগ্রহণ করেন।
উপজেলা পর্যায়ে ৮ম ও ৯ম শ্রেণির বিষয়ভিত্তিক শ্রেণি শিক্ষকগণের প্রশিক্ষণে সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাইফুল আলম ও একাডেমি সুপার ভাইজার মো.বাকি বিল্রাহ।
উল্লেখ্য ১৯ ডিসেম্বর থেকে ৭ দিনব্যাপি এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।##