নাজিম উদ্দীন জনিঃ মটোজিপি প্রযুক্তি দ্বারা অনুপ্রাণিত পারফর্ম্যান্স এবং ডিজাইনের নতুন মাইলফলক হিসেবে আনুষ্ঠানিকভাবে সুজুকি জিক্সার ২৫০ সিরিজের উদ্বোধন করেছে সুজুকি বাংলাদেশ।
মঙ্গলবার (৩রা ডিসেম্বর )বিকালে যশোরের শার্শার নাভারনে সাতক্ষীরা মোড়ে সুজুকি সুমি মটরর্সে জাঁকজমকপূর্ণভাবে সুজুকি জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০ সিরিজের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সুজুকি সুমি মোটরসের স্বত্বাধিকারী রেজাউল ইসলাম লাল্টু ও উত্তরা ব্যাংকের ম্যানেজার সাইফুল ইসলাম কেক কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সমশ উপস্থিত ছিলেন সুমি মোটরসের সেলস এক্সিকিউটিভের রাসেল ইসলাম, অ্যাকাউন্ট অ্যান্ড সেলসের ছাবিদ হোসেন, ম্যানেজার রফিকুল ইসলাম রনি, সিনিয়ার টেকনিশিয়ান নুর নবী, টেকনিশিয়াল সাওন, সিয়ামসহ সুমি মোটরসের সকল কর্মকর্তা কর্মচারী।
জানাগেছে,বাংলাদেশের মোটরবাইক বাজারে অত্যাধুনিক প্রযুক্তি ও পারফর্ম্যান্স নিয়ে এসেছে সুজুকি জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০। ২৫০সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিনে উন্নত ফুয়েল ইনজেকশন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, যা সর্বোচ্চ পাওয়ার ডেলিভারি এবং জ্বালানি সাশ্রয় নিশ্চিত করে। উন্নত থার্মাল ম্যানেজমেন্টের জন্য এই অয়েল-কুল্ড ইঞ্জিনে আছে সুজুকি অয়েল কুলিং সিস্টেম, যার ফলে ইঞ্জিনের ওপর বেশি চাপ পড়লেও নিশ্চিত হয় সর্বোচ্চ পারফর্ম্যান্স।
জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০ দ্রুতগতি এবং স্থিতিশীলতার মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখে। মটোজিপি প্রযুক্তির আদলে তৈরি ইঞ্জিন দ্বারা এই বাইকগুলো পারফর্ম্যান্স এবং এফিশিয়েন্সির পাশাপাশি রাইডিংয়ের ক্ষেত্রেও দিবে রেসিং টেকনোলজির অনন্য অভিজ্ঞতা। উভয় মডেলেই ৬-স্পিড গিয়ারবক্স রয়েছে, যা সঠিক শক্তি সরবরাহ এবং নিখুঁত নিয়ন্ত্রণ নিশ্চিত করে। ডুয়েল-চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম রাইডারদের উচ্চ গতিতে বা হঠাৎ ব্রেকিংয়ের সময় নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রদান করে, যা বিভিন্ন রাস্তায় আত্মবিশ্বাসী রাইডিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।