মোরেলগঞ্জ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে নির্জন ঘর থেকে স্বর্ণা আক্তার(১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছেন তার স্বজনেরা। সে বিশারীঘাটা গ্রামের হেমায়েত শেখের প্রথম সংসারের সন্তান। থানা পুলিশ আজ রবিবার বেলা ৯ টার দিকে স্বর্ণার মরদেহ উদ্ধার করে পোষ্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে।
এর আগে শনিবার বেলা ৩ টার দিকে হেমায়েত শেখের ঘর সংলগ্ন একটি ফাকা ঘরে স্বর্ণা আক্তারের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
স্বর্ণা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তার পিতা ও সৎ মা রাশিদা বেগম দাবি করলেও তার মা ডালিয়া বেগম স্বর্ণার মৃত্যু রহস্যজনক বলে দাবি করেছেন।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম বলেন, স্বর্ণার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর সঠিক কারন জানতে তদন্ত চলছে। লাশের পোষ্টমর্টেম করানো হবে।