নাজিম উদ্দীন জনিঃ
যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ওমর ফারুক(২০) ও শামসুর রহমান ময়না(২৫) নামে দুজন মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
রোববার(২ ফেব্রুয়ারী) রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার টেংরালী গ্রাম থেকে তাদের আটক করে শার্শা থানা পুলিশ।
আটক ওমর ফারুক উপজেলার টেংরালী গ্রামের বাবুর আলীর ছেলে ও ময়না একই গ্রামের রওশন আলী গোলদারের ছেলে।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে,শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলামের নেতৃত্ব এসআই শেখ আশরাফুল আলম ও এএসআই সিলন আলী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা টেংরালী গ্রামের উত্তরপাড়া আমির হোসেন এর পুকুরের পাড়ে অভিযান চালিয়ে দুজনকে আটক করে।পরে তাদের কাছ থেকে ৫০ (পঞ্চাশ) পিচ এ্যামফিটামিন জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটক আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।