কলারোয়ায় স্কাউটস’র উদ্যোগে বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করলেন ইউএনও রুলী বিশ্বাস

0
0

তরিকুল ইসলাম,সাতক্ষীরা ব্যুরো:সাতক্ষীরার কলারোয়ায় স্কাউট’র উদ্যোগে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। “স্কাউটিং করবো” নির্মল পরিবেশ গড়বো’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস কলারোয়া উপজেলা শাখার আয়োজনে বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করা হয়। মঙ্গলবার( ২০ সেপ্টেম্বর) সকাল ৯ টায় কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ও স্কাউটস’র সভাপতি রুলী বিশ্বাস। বৃক্ষ রোপন শেষে মতবিনিময় সভায় তিনি পরিবেশের ভারসম্য বজায় রাখতে বৃক্ষরোপনের উপর গুরুত্ব আরোপ করে বলেন, শিক্ষাঙ্গনের চারিদিকে গাছ রোপনে ছায়া নিবিড় মনোরম পরিবেশে শিক্ষার্থীরা পঠন-পাঠনে আরো মনোনিবেশ করবে। এ ছাড়া তিনি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পাঠ্য কার্যক্রম সহ পরিস্কার- পরিচ্ছন্নতা বজায় ও খেলাধুলা চর্চার মধ্যদিয়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে সহায়ক ভূমিকা রাখবে বলে মতামত প্রকাশ করেন। বৃক্ষরোপন অভিযানে

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষক নেতা ইউনুছ আলী, উপজেলা স্কাউটসের সাধারন সম্পাদক ভ্যেনু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রুহুল আমিন,

স্কাউটস কর্মকর্তা কল্যান সমিতির সভাপতি এবাদুল হক, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, মাস্টার মোস্তফা বাকি বিল্লাহ শাহী, স্কাউটস কর্মকর্তা মাস্টার মনিরুজ্জামান, মাস্টার আলতাফ হোসেন, মাস্টার অনুপ কুমার ঘোষ, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, মাস্টার মিজানুর রহমান, মাস্টার উত্তম কুমার পাল,

মাস্টার শফিকুল ইসলাম সহ শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। বৃক্ষরোপন শেষে স্কুলের অফিস কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপনের শুরুতেই স্কাউটস দলের ছাত্র-ছাত্রীরা অতিথিদের সম্মান প্রদর্শন করে বরণ করে নিয়েছেন। উল্লেখ্য, আগামীতে পর্যায়ক্রসে উপজেলা স্কাউটসের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here