দৈনিক সমাজের কন্ঠ

শার্শায় পুলিশের পৃথক অভিযানে পরোয়ানা ভুক্ত আসামীসহ আটক-৪

নাজিম উদ্দীন জনিঃ যশোরের শার্শায় পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার পরোয়ানাভুক্ত আসামী ও ডেভিল সহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

বৃহষ্পতিবার(৬ মার্চ) রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত পৃথক অভিযানে তাদেরকে আটক করে শার্শা থানা পুলিশ।

আটকৃতরা হলো,উপজেলার রুদ্রপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে জিয়ারুল ইসলাম(৩৫),যাদবপুর গ্রামের আয়ুব আলীর ছেলে সাগর মিয়া(২৩), পশ্চিম কোটা গ্রামের ইব্রাহিম মল্যার ছেলে আব্দুল মান্নান ও জিরেনগাছা গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে ও ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডেভিল খোরসেদ আলম(৫৩)।

পুলিশ জানায়,বিভিন্ন মামলায় পলাতক আসামীরা এলাকায় ফিরে ঘুরাফেরা করছে এমন গোপন খরবে এসআই রেজাউল ইসলাম,এসআই আলমগীর হোসেন,এএসআই রাশেদুল ইসলাম ও এএসআই ফারুক হোসেন সংজ্ঞীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গ্রেফতার পরোয়ানাভুক্ত আসামী জিয়ারুল,সাগর মিয়া ও আব্দুল মান্নানকে আটক করে।

অপারদিকে,থানার এসআই উজ্জল হোসেন সংজ্ঞীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে উলাশী ইউনিয়নের ০৩নং ওয়ার্ড যুবলীগের এর যুগ্ম সাধারণ সম্পাদক ডেভিল খোরশেদ আলমকে আটক করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।