কলারোয়ায় ভাষা সৈনিক শেখ আমানুল্লাহ’র ৯ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়ানুষ্ঠান

0
0

তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো:  সাতক্ষীরার কলারোয়ায় বরেণ্য ভাষা সৈনিক, কিংবদন্তী শিক্ষক

নেতা,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব শেখ আমানুল্লাহ’র ৯ম মৃত্যুবার্ষিকতে স্মরণ সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৩১আগস্ট) সকাল ১০ টায় কলারোয়ার ঝাঁপাঘাট গ্রামের সমাধিস্থলে পুস্পমাল্য অর্পণ করে মরহুমের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক গুণমুগ্ধগণ।

সমাধিস্থলে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন কলারোয়া মাধ্যমিক শিক্ষক সমিতি,কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, শেখ আমানুল্যাহ ডিগ্রী কলেজ, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট, কলারোয়া জিকেএমকে
সরকারি পাইলট হাইস্কুল, এম,আর ফাউন্ডেশন, কলারোয়া প্রেসক্লাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের প্রধানগণ ও পরিবারের সদস্যগণ।

শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন প্রধান শিক্ষক মাওলানা বদরুর রহমান। পরে উপজেলা কমিটির আয়োজনে সকাল ১১ টায় দমদম মাধ্যমিক বিদ্যালয়ে মরহুমের স্মরণসভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা ও উপজেলা
শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন কলারোয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসর। উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহীর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে অতিথি
হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রেজাউল ইসলাম,শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক, কলারোয়া
পাবলিক ইনস্টিটিউট’র সভাপতি শেখ শহিদুল ইসলাম,সাধারন সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, শিক্ষক নেতাপ্রেসক্লাব সভাপতি দীপক শেঠ, দমদম স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল্যাহ, প্রধান শিক্ষক আব্দুর রহিম,কল্যাণ সমিতির সাবেক সাধারন
সম্পাদক, সহকারী প্রধান শিক্ষক বদরুজ্জামান রদরু, ধর্মীয় শিক্ষক মাওলানা আকবর আলী, প্রয়াতের জ্যেষ্ঠ কণ্যা অবসরপ্রাপ্ত শিক্ষিকা আফরোজা বানু,
কনিষ্ঠ কন্যা চাকুরীজীবি আফসোনা বানু, প্রধান শিক্ষক সামছুর রহমান,প্রধান শিক্ষক আব্দুল আলীম, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীন, সহকারী
অধ্যাপক রফিকুল ইসলাম, মাস্টার শামছুর রহমান লাল্টু, সাংবাদিক জুলফিকার আলী, সরদার জিল্লুর রহমান, সাংবাদিক তরিকুল ইসলাম, রাজুসহ শিক্ষক ও
শিক্ষার্থীবৃন্দ। দোয়নুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী অধ্যাপক মাও: ইনতাজআলী।

স্মরণ সভার পূর্বে সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ করে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তুতিয়া খাতুন, সহকারী অধ্যাপক আবুল খায়ের, এমআর ফাউন্ডেশন একাডেমির অধ্যক্ষ আবুল হোসেন, শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাবেক সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, জেলা শিক্ষক নেতা প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সহকারী অধ্যাপক ইউনুছ আলি খান, সহকারি প্রধান শিক্ষক আব্দুর রকিব, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, শিক্ষক উৎপল সাহা, অফিস সহকারী আব্দুল জলিল সহ
শিক্ষক-কর্মচারীবৃন্দ।

পুষ্পমাল্য অর্পণ কার্যক্রমটি পরিচালনা করেন
শিক্ষক নেতা মোস্তফা বাকি বিল্লাহ শাহী।

উল্লেখ্য, ২০১৩ সালের ৩১ আগস্ট ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য ভাষা সৈনিক ও শিক্ষক নেতা আলহাজ্ব শেখ
আমানুল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here