নূরে হাবিব,যশোর জেলা প্রতিনিধিঃ বন্দর নগরী বেনাপোলে মরা গরুর মাংশ বিক্রির দায়ে জেল জরিমানা করেছে ভ্রাম্মমান আদালত।
১৩ই নভেম্বর রবিবার সকালে বেনাপোল বাজারে মরা গরুর মাংশ বিক্রির সময় এক জনকে এক মাসের জেলসহ দুই জনকে জরিমানা করেছে ভ্রাম্মমান আদালত ফারজানা ইসলাম সহকারী কমিশনার(ভূমি) শার্শা।
সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করলে জানাযায় বেনাপোল বাজারের মাংশ বিক্রেতা মানিক কসায় ও তার ভাই আলম দীর্ঘদিন যাবত রুগ্ন গরুর মাংশ ভেজাল দিয়ে বিক্রি করে মানুষ ঠকিয়ে আসছে।লোভের বসভতি হয়ে আজ একটি মারা গুরুর মাংশ বিক্রি করছিলো এমন সংবাদ পেয়ে ভ্রাম্মমান আদালত হানা দেয়। যার ফলস্বরুপ মরা গরুর মাংশ বিক্রিরর দ্বায়ে কসায় আলমকে ১০০০০/- টাকা জরিমানা ও মানিককে ১০০০০/- টাকা জরিমানা সহ ১ মাসের জেল প্রদান করেন এসিলেন্ড ফারজানা ইসলাম।
এই বিষয়ে জানতে চাইলে ফারজানা ইসলাম বলেন এমন ঘটনার নতুন নয়,তবে বেনাপোলে এই প্রথম ঘটনা।তিনি আরও বলেন আমাদের অভিযান অভ্যহত থাকবে।