সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি\নীলফামারীতে নীলসাগর গ্রুপ শাহীপাড়া প্রিমিয়ার লিগ (এসপিএল) সিজন-৩ ক্রিকেট টুর্নামেণ্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বিকালে জেলা শহরের বড়মাঠে অনুষ্ঠিত খেলায় শাহীপাড়া সুপার স্টার ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়ে শাহীপাড়া নাইট রাইডারস ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ান হয়েছে।
টচে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৪ ওভারের ১৩ দশমিক ০৫ বল খেলে সব উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করে শাহীপাড়া সুপার স্টার ক্রিকেট ক্লাব। এর জবাবে ব্যাট করতে নেমে ১২ ওভার বল খেলে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় শাহীপাড়া নাইট রাইডারস ক্রিকেট ক্লাব।
এসপিএল টুর্নামেণ্ট পরিচালনা কমিটির আহবায়ক আরমান হাবিব জানান, নীলসাগর গ্রæপের পৃষ্ঠপোষকতায় চলতি বছরের ১৮ অক্টোবর শহরের বড় মাঠে এই টুর্নামেণ্ট শুরু হয়। টুর্নামেণ্টে জেলা শহরের ৭টি ক্রিকেট দল পর্যায় ক্রমে এতে অংশ নেয়।
আজ সন্ধ্যায় চুড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক মো. মুজিবুল হাসান চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি মারুফ জামান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, নীলসাগর গ্রæপ এন্ড ইন্ডাস্ট্রির সুজন পোল্ট্রির ব্যবস্থাপক আওরঙ্গজেব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ।