দৈনিক সমাজের কন্ঠ

ডিমলায় আমন ধান সংগ্রহের উদ্বোধন

সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি :নীলফামারীর ডিমলা খাদ্যগুদামে সরকারী ভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ২০১৯-২০ অর্থ বছরের অভ্যন্তরীন আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
রোববার(৮ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের আয়োজনে খাদ্যগুদামে এ সংগ্রহের উদ্বোধন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)ও সহকারী কমিশনার(ভূমি)নুর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে সংগ্রহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী,কৃষি স¤প্রসারণ কর্মকর্তা কনক চন্দ্র রায়,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জগদীশ চন্দ্র সরকার,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত)সহিদুল ইসলাম,জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ফেরদৌস পারভেজ,উপজেলা খাদ্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত)হিমাংসু কুমার রায়,খাদ্য পরিদর্শক(ইন্সপেক্টর)তফিউজ্জামান জুয়েল,খগাখড়িবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি হামিদুল ইসলাম প্রমুখ।পরে কৃষকের কাছ থেকে ১হাজার ৪০ টাকা দরে ১টন ধান ক্রয়ের মাধ্যমে সংগ্রহের উদ্বোধন করা হয়।উপজেলা খাদ্যগুদাম সুত্রে জানা যায়,চলতি আমন মৌসুমে উপজেলার তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে সরাসরি সরকারী ভাবে ২হাজার ২শত ৮৮মেট্রিক টন ধান ১হাজার ৪০টাকা মুল্য দরে সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।এ সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ২৮শে ফেব্রæয়ারী-২০২০ পর্যন্ত।