সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি।।চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারীর ডিমলা উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন পদে ৪০৩জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।বৃহস্পতিবার(২৫ নভেম্বর)মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবা আকতার বানু।দাখিলকৃতদের মধ্যে চেয়ারম্যান পদে ৪১জন, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ৯৬জন এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে ২৬৬জন রয়েছেন।উপজেলা নির্বাচন অফিস সুত্র মতে,ডিমলা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন,সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ১৬জন এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৪৫জন,ঝুনাগাছ চাপানি ইউনিয়নে চেয়ারম্যান পদে নয়জন, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ১৭জন এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৪৭জন,খালিশা চাপানি ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয়জন, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ১৮জন এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩৭জন,নাউতারা ইউনিয়নে চেয়ারম্যান পদে আটজন, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ১১জন এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩৮জন,বালাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ১৩জন এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৪৫জন,পুর্ব ছাতনাই ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ১৩জন এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে ২৭জন,ও পশ্চিম ছাতনাই ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজন,সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ৮জন এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে ২৭জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।দলীয় ভাবে আওয়ামীলীগ সাত ইউনিয়নে, বাংলাদেশ ওয়াকার্স পার্টি দুই ইউনিয়নে এবং ইসলামী আন্দোলন একটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছেন।বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবা আকতার বানু জানান,
আগামী ২৬ডিসেম্বর এই সাত ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।দাখিলকৃত প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই ২৯নভেম্বর,৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর মধ্যে কেউ চাইলে আপিল করতে পারবেন যা নিষ্পত্তি হবে ৩ থেকে ৫ ডিসেম্বর।এ ছাড়া ৬ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও ৭ ডিসেম্বর প্রতিক বরাদ্দ করা হবে বৈধ প্রার্থীদের মধ্যে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।