দৈনিক সমাজের কন্ঠ

নীলফামারির ডিমলায় গণপিটুনিতে গরু চোর নিহত

সুজন মহিনুল,ক্রাইম রিপোর্টার।।নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নে দক্ষিণ বালাপাড়া গ্রামে গভীর রাতে গরু চুরি করতে গিয়ে মোহাম্মদ আলী(৬০)নামের এক বৃদ্ধা গণ পিটুনির শিকার হয়ে নিহত হয়েছেন।নিহত ব্যক্তি একই এলাকার সাবেক বাসিন্দা ও মৃত জিয়ান উদ্দিনের ছেলে।এলাকাবাসী সুত্রে জানা যায়,বুধবার(৯ ফেব্রুয়ারি)দিবাগত গভীর রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিন বালাপাড়া গ্রামের আঃ ছাত্তারের ছেলে জিয়ারুল ইসলামের(৪৫) বাড়ি হতে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী হাতেনাতে ধরে মোহাম্মদ আলীকে গণ পিটুনি দিলে তিনি গুরুত্বর আহত হন।খবর পেয়ে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ডিমলা সরকারি হাসপাতালে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।পরে রংপুরে নেয়ার পথিমধ্যে তার মুত্যু হয়।ঘটনার বিষয়ে জানতে চাইলে বালাপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম ইসলাম বলেন,বুধবার দিবাগত রাত প্রায় দুইটার সময় মোবাইল ফোনে জানতে পারি গরু চুরির সময় কুখ্যাত চোর মোহাম্মদ আলীকে এলাকাবাসীকে গণ পিটুনি দিয়েছে।পরে আমি ঘটনাস্থলে না গিয়ে মোবাইল বন্ধ করে রেখে ঘুমিয়ে পড়ি ও পরেরদিন বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে জানতে পারি সে মারা গেছে।সেই সময়ে ডিমলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জাবির বলেন, বুধবার দিবাগত ও বৃহস্পতিবার(১০ ফেব্রুয়ারি)ভোর প্রায় পনে পাঁচটার দিকে পুলিশ এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনলে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত থাকায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।এ ব্যাপারে জানতে চাইলে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সিরাজুল ইসলাম বলেন,বুধবার দিবাগত রাত প্রায় পনে তিনটার সময় আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোহাম্মদ আলীকে আহত অবস্থায় উদ্ধার করে ডিমলা সরকারি হাসপাতালে নিয়ে যাই।পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে সেখানে নেয়ার পথিমধ্যে তিনি মারা যান।ময়না তদন্তের জন্য লাশ নীলফামারী মর্গে প্রেরন করা হয়েছে।আমাদের তথ্য মতে নিহত মোহাম্মদ আলী একজন পেশাদার চোর।তার বিরুদ্ধে আদালতে পাঁচটি চুরি মামলা বিচারাধীন রয়েছে।এ নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।