নীলফামারির ডিমলায় অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

0
0
সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি।।নীলফামারীর ডিমলা উপজেলার ১৮২টি দুঃস্থ, অসহায়,গরিব প্রতিবন্ধী পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার(২৩ ফেব্রুয়ারি)বিকেলে উপজেলা পরিষদ মাঠে ২০২১-২২ অর্থ বছরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ  মন্ত্রণালয়ের আওতায় বরাদ্ধকৃত ১৮২টি পরিবারের মধ্যে প্রত্যেকটি পরিবারকে ২ বান্ডিল করে মোট ৩৬৪ বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা করে মোট ১০ লাখ ৯২ হাজার টাকা প্রদান করা হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর নবাগত জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন,ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু প্রমূখ।এসময় নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার(ভূমি)গিয়াস উদ্দিন আহমেদ, ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়,মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী,সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার,পুর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খাঁন, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী,খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন,গয়াবাড়ী ইউপি চেয়ারম্যান সামছুল হক,খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান সহিদুজ্জামান কেঞ্জুল,ঝুনাগাছ চাপানী ইউপি একরামুল হক চৌধুরী,টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল হক,নাউতারা ইউপি চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি, ডিমলা থানার ওসি(তদন্ত)বিশ্বদেব রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলমসহ অনেকেই।এরপর সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে নীলফামারীর নবাগত জেলা প্রশাসক ডিমলা উপজেলার জনপ্রতিনিধি,শিক্ষক,চিকিৎসক,বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজ প্রতিনিধি,রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ,এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here