নীলফামারীতে প্রথম দিনেই করোনার দ্বিতীয় ডোজের টিকা নিলেন ১,৩১৬ জন

0
0
সুজন মহিনুল, নীলফামারী প্রতিনিধি॥ সারাদেশের মতই নীলফামারী জেলার ৬ উপজেলায় করোনা টিকার দ্বিতীয় ডোজ কার্যক্রম শুরু হয়েছে।বৃহস্পতিবার(৮ এপ্রিল)সকাল ৯টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ৭টি স্বাস্থ্যকেন্দ্রে একযোগে এ কার্যক্রম শুরু হয়।এর পাশাপাশি প্রথম ডোজ টিকা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, জেলার নির্ধারিত টিকাদান কেন্দ্রসমূহ এবং উপজেলা পর্যায়ে করোনার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু হয়। প্রথম দিনে এক হাজার ৩১৬ জন দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন। এর মধ্যে নারী রয়েছেন ২৪৬ জন। একই দিনে প্রথম ডোজের টিকা নেন ৮৯ জন নারী সহ ২১৪ জন। গত ৭ ফেব্রুয়ারী থেকে ৮ এপ্রিল পর্যন্ত (৫০ তম দিনে)এই জেলায় প্রথম পর্যায়ে করোনার টিকা নিয়েছেন ৭৩ হাজার ৬৪ জন। এর মধ্যে নারী রয়েছেন ২৮ হাজার ৫৭৬ জন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here