দৈনিক সমাজের কন্ঠ

নীলফামারীতে হরিজনের জীবন মান উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি॥নীলফামারীতে হরিজন জনগোষ্ঠির জীবন মান উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার(১১ মার্চ)দুপুরে ডায়াবেটিক সমিতির সভা কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।এসময় বেসরকারি উন্নয়ন সংস্থা দেবী চৌধুরাণীর উন্নয়ন কেন্দ্রের প্রকল্প সমন্বয়কারী আব্দুস সামাদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) এবিএম আতিকুর রহমান, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী জজ উৎপল ঘোষ, জেলা মৎস্য কর্মকর্তা আশরাফুজ্জামান, জেলা সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক হাওয়া খাতুন, জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক নুরুন্নাহার শাহজাদী, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় হরিজন জনগোষ্ঠির দক্ষতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কর্মশালার আয়োজন করে দেবী চৌধুরানী উন্নয়ন কেন্দ্র।