স্টাফ রিপোর্টার – বাংলাদেশ কেবিনেট ডিভিশন, ইউরোপীয় ইউনিয়ন ও বৃটিশ কাউন্সিলের পিফরডি প্রকল্পের উদ্যোগে অভয়নগর উপজেলার বিবেকানন্দ যুব সংঘ, ডুমুরতলা নবজাগরন সংঘ ও পল্লী ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের তত্ত¡াবধানে নওয়াপাড়া ইনস্টিটিউট হলরুমে গতকাল রবিবার সকাল ১০ টায় এলাকাভিক্তিক কর্মসূচী (সামাজিক প্রকল্প) প্রদর্শনী-২০১৯ অনুষ্ঠিত হয়। প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআরসি ব্যাবস্থাপনা কমিটির সভাপতি আঃ মতলেব সরদার। খোদেজা বেগম ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর পিফরডি প্রকল্প ব্রিটিশ কাউন্সিল-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার স্থানীয় সরকার উপ-পরিচালক মো: নূর-ই-আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী অফিসারমো: শাহীনুজ্জামান, সহকারি পরিচালক বন্ধুকল্যান ফাউন্ডেশন এসএম মো: ফারুক হোসেন, রিজিওনাল কোঅর্ডিনেটর পিফরডি ব্রিটিশ কাউন্সিল শেখ কামরুল হোসেন, চলিশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: নাদির মোল্লা, সুন্দলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিকাশ রায় কপিল, পায়রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত, সিএসও প্রতিনিধি বিবেকানন্দ যুব সংঘ প্রবীর বিশ্বাস, সিএসও প্রতিনিধি ডুমুরতলা নবজাগরন সংঘ অপূর্ব রায় এবং সিএসও প্রতিনিধি ও নির্বাহী পরিচালক পল্লী ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন এস.এম নজরুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থি ছিলেন স্যাপ দলনেতা সুন্দলী ইউনিয়ন মহামায়া মন্ডল, চলিশিয়া ইউনিয়ন মো: সাইদুর রহমান, পায়রা ইউনিয়ন সুজয়